..★★ INTRODUCING ★★..

DR. SALIM AHMED

BDS(DU), PGT(OMS), PGT (CONSER)
DHAKA DENTAL COLLEGE HOSPITAL
ORAL AND DENTAL SURGEON.

BMDC REG: 3400

ডাঃ সেলিম আহ্‌মেদ‌ সুদীর্ঘ ১২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন দন্ত চিকিৎসক। তিনি ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী হসপিটালের ওরাল & ম্যাক্সিলো ফেসিয়াল সার্জারি ডিপার্টমেন্টের প্রধান ডাঃ বদিউল আলম এর তত্ত্বাবধানে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি নূর জাহান ডেন্টাল কেয়ারে সেবা দিয়ে যাচ্ছেন।


আমাদের সেবা-সমূহ

BDS ডিগ্রি ব্যতীত কেহই দাঁতের ডাক্তার নয়

আলট্রাসনিক স্কেলিং & পলিশিং

বছরে ১ বার মুখের পাথর পরিষ্কার করতে হয়। না হলে দাঁত ও মাড়ি আলাদা হবে, এবং দাঁত দূর্বল হয়ে এক সময় পড়ে যাবে।

(ক) সিলভার ফিলিং (খ) গ্লাস আয়ানমার ফিলিং(সাদা) (গ) কম্পোজিট রেজিন ফিলিং (কসমেটিক)

দাঁতে গর্ত বা ক্যারিজ হলে কিংবা ক্ষয় হলে বা ভেঙ্গে গেলে অবশ্যই ফিলিং করাতে হবে। নয়তো দাঁত শিরশির করতে পারে এবং দন্তমজ্জায় ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। তাতে তীব্র ব্যথা হবে এবং দাঁতটি ভেঙ্গে যেতে পারে।

ইনটেনশনাল রুট ক্যানাল

যখন দাঁতের অস্থি মজ্জায় ইনফেকশন হয়, তখন দাঁতে তীব্র ব্যাথা হয়। এ অবস্থায় দাঁতের রুট ক্যানাল করাতে হয়। আর যখন ব্রীজ করতে হয় তখন ইনটেনশনাল রুট ক্যানাল করাতে হয়

(ক) মেটালিক ক্যাপ (খ) মেটালিক ব্রীজ (গ) পি.এফ.এম ক্যাপ(কসমেটিক) (ঘ) পি.এফ.এম ব্রীজ(কসমেটিক) (ঙ) পোরসেলিন ক্যাপ(কসমেটিক)

ক্যাপ ও ব্রীজ হল স্থায়ীভাবে দাঁত বাধানোর পদ্ধতি। রুট ক্যানাল ট্রিটমেন্ট করা দাঁতে অবশ্যই ক্যাপ লাগাতে হবে। তা না হলে দাঁতটি অল্পদিনেই ভেঙে যাবে। সঠিকভাবে তৈরি ক্যাপ ও ব্রিজ দেখতে হুবহু স্বাভাবিক দাঁতের মতোই সুন্দর ও ব্যবহার উপযোগী।

(ক) পুরো মুখের ডেনচার (খ) এক বা একাধিক দাঁতের ডেনচার (গ) ফেক্সিবল ডেনচার (সম্পূর্ণ মুখ বা আংশিক)

মুখে এক বা একাধিক দাঁত না থাকলে সেখানে বাধাই করা দাঁত বা ডেনচার ব্যবহার করা উচিত। তাতে খাওয়া-দাওয়া, কথা বলা ও মুখের সৌন্দর্য বৃদ্ধি করে।

(ক) ফরসেপস দিয়ে দাঁত তোলা (খ) সার্জারির সাহায্য দাঁত তোলা

মারাত্মক ক্ষতিগ্রস্ত দাঁত (যা রুট ক্যানাল ট্রিটমেন্ট করে বাঁচানো সম্ভব নয়) অবশ্যই তুলে ফেলতে হবে। ব্যথামুক্ত ভাবে দাঁত তোলার পর সে স্থানে অবশ্যই ইমপ্ল্যান্ট বা ব্রীজ অথবা ডেনচার ব্যবহার করতে হবে। তা না হলে পাশের ও বিপরীত চোয়ালের দাঁত ক্ষতিগ্রস্ত হবে।

(ক) বাচ্চাদের দুধ দাঁত তোলা (খ) পালপোটমি (গ) পালপেকটমি (ঘ) ফিলিং (গ্লাস আয়ানমার) (ঙ) ক্লোরাইড অ্যাপ্লিকেশন (চ) সিরিয়াল এক্সট্রাকশন ইত্যাদি।

(ক) অপারকুলেকটমি (খ) এপিসেকটমি (গ) টিউমার ও সিস্ট অপসারণ (ঘ) অ্যাবসেস ড্রেইন ইত্যাদি।

ফাঁকা স্থানে এক বা একাধিক দাঁত প্রতিস্থাপনের সর্বাধুনিক প্রযুক্তি।

Photos Gallery

< < Scroll Left To See More..

VIDEOS